২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দিনে নয়, রাতে চারটি কম্পিউটারের বাটন ভোট দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যে নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আজ শুক্রবার জিয়াউর রহমানের কবর প্রাঙ্গনে তিনি এমন মন্তব্য করেন।
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সঙ্গে গতকাল বৃহস্পতিবার বৈঠকে আওয়ামী লীগের বক্তব্য কী ছিল, এমন প্রশ্নে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা বলেছি, আমরা একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চাই। সেখানে বিএনপি একটা বড় দল হিসেবে অংশগ্রহণ করবে, সেটা আমরা চাই। কারণ, নির্বাচনটা যত বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হবে, তা তত বেশি গ্রহণযোগ্য হবে। সে কারণে আমরা আমাদের ইচ্ছাটা বলেছি যে আমরা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে চাই। যেটা সারা বিশ্বে প্রশংসিত হবে।’
এর জবাবে ড. আবদুল মঈন খান বলেন, ‘কথা এবং কাজের যদি মিল না থাকে সেই কথা কোনো মূল্য নেই। বিরোধীদল ঐক্যবদ্ধ হয়ে ২০১৮ সালে (নির্বাচনের আগে) এই সরকারের সঙ্গে (গণভবনে) আলোচনায় বসেছিলাম। সেখানে (প্রধানমন্ত্রীর পক্ষ থেকে) বলা হয়েছিল, আপনারা নির্বাচনে আসেন আমরা একটি সুষ্ঠু নির্বাচন করে দেখিয়ে দেব। আমরা সেই কথা বিশ্বাস করেছিলাম, নির্বাচনে এসেছিলাম। কিন্তু পরবর্তীকালে আপনারা দেখেছেন, সেই নির্বাচনের প্রচারণা যেদিন শুরু হয়, প্রথম আমার ওপরে এবং আমার মিছিলে আক্রমণ করা হয়েছিল। মহাসচিবের (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) মিছিলে আক্রমণ করা হয়েছিল। সারা বাংলাদেশে (বিরোধী প্রার্থী) মিছিলে আক্রমণ করা হয়েছিল। সেই আক্রমণ নির্বাচনের আগের দিন পর্যন্ত চলেছিল। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনেও লিখিত বক্তব্য দিয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘এমন একটি নির্বাচন হয়েছে সেখানে বাংলাদেশের কোনো মানুষ ভোট দেয়নি। সেখানে দিনের ভোট রাতে হয়েছে। ভোট দিয়েছে চার কম্পিউটারের বাটন। বাটন চারটি হচ্ছে ডিসি, এসপি, টিএনও এবং থানার ওসি। ঢাকা থেকে বাটনে টেপা হয়েছে। আর প্রতিটি আসনে নির্বাচনের ফলাফল বের হয়ে গেছে।’
আওয়ামী লীগ ব্যর্থ হয়েছে উল্লেখ করে ড. আবুদল মঈন খান বলেন, ‘আমরা চাই, আওয়ামী লীগের কথা ও কাজে মিল রাখুক, তারা গণতন্ত্রকে শ্রদ্ধা করুক, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হতে পারে সেই প্রক্রিয়ায় ফিরে আসুক- নিশ্চয়ই এদেশের মঙ্গল হবে।’
দেশের গণতন্ত্র ও দেশের মানুষের ভোটাধিকার হরণ করে নিয়েছে আওয়ামী লীগ উল্লেখ করে ড. আবদুল মঈন খান বলেন, ‘আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা যে কর্মসূচি দিয়েছি, সেই কর্মসূচির মাধ্যমে আবারও বাংলাদেশে ১৭ কোটি মানুষের কাছে গণতন্ত্র ফিরিয়ে দেব, তাদের ভোটাধিকার ফিরিয়ে দেব। দেশনেত্রী খালেদা জিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলায় বন্দি করে রাখা হয়েছে, তাকে মুক্ত করব। বিএনপি গণতন্ত্র, মানবাধিকার, সুশাসন এবং দেশের মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে। আমরা চলমান আন্দোলনের মধ্য দিয়ে মানুষের মৌলিক অধিকার তাদের কাছে ফিরিয়ে দেব।’
সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেওয়ার আগে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের সভাপতি ইশতিয়াক আজিজ উলফত এবং সাধারণ সম্পাদক সাদেক খানসহ বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কর্নেল (অব.) জয়নাল আবেদিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।