দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগসহ চার রাজনৈতিক দলে যোগদানের প্রস্তাব পেয়েছেন বলে দাবি করেছেন হিরো আলম। আজ বৃহস্পতিবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
হিরো আলম বলেন, ‘আমি আপনাদের আগে বলেছিলাম আমি নির্বাচন করব না। কিন্তু আপনাদের সুখবর দিতে চাই, আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসছি। আপনাদের জন্য আরও একটি সুখবর আছে, সেটা হলো আমি যেকোনো একটা দলে যোগদান করছি। আমি চার দল থেকে প্রস্তাব পেয়েছি। দলগুলো হলো- বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)। এই দলগুলোর মধ্যে থেকে যেকোনো একটি দল থেকে আমি জাতীয় সংসদ নির্বাচনে আসছি।’
তিনি আরও বলেন, ‘এবার হিরো আলম আর স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবে না। কারণ আপনার সবাই জানেন এর আগে আমি দুইবার স্বাতন্ত্র প্রার্থী হিসেবে একতারা প্রতীক নিয়ে নির্বাচন করেছি। কিন্তু এবছর একতারা প্রতীক হিসেবে নতুন একটি দল নিবন্ধন পেয়েছে। বর্তমানে একতারা প্রতীক নেই। তাই আমি এবার জাতীয় সংসদ নির্বাচনে একটা দলের হয়ে নির্বাচন করব। আমি আবারও নির্বাচনের মাঠে আসতেছি।’
বিএনপিসহ বড় বড় দলগুলো বলছে বর্তমান সরকারের অধীনে তারা নির্বাচনে যাবে না এ অবস্থায় কি আপনি এই সরকারের অধীনে নির্বাচনে যাবেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‘সবগুলো দল যদি নির্বাচনে যায় তাহলেই আমি নির্বাচনে যাব।’
চারটি দল কী আপনাকে প্রস্তাব দিয়েছে নাকি আপনি প্রস্তাব দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, ‘তারাই আমাকে প্রস্তাব দিয়েছে। নির্বাচনের আগে আমি এ বিষয়ে কিছু বলতে চাচ্ছি না।’
কোন আসন থেকে নির্বাচনে করবেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‘আমার তো আসন তিনটি। বগুড়ায় ২টি এবং ঢাকায় একটি। দল থেকে করতে হলে তো একটা আসন থেকেই করতে হবে। দল যে আসন দেবে সেই আসন থেকেই নির্বাচন করব।’
আপনি চারটি বড় দল থেকে নির্বাচনের জন্য প্রস্তাব পেয়েছেন। আপনি কোন ধরনের প্রস্তাব পেলে কোনো একটি দল থেকে নির্বাচন করবেন বলে মনে করছেন বলে জানতে চাইলে তিনি বলেন,‘আমি কোনো দলের কাছে কোনো ধরনের প্রস্তাব রাখিনি। যে আমাকে এই দিলে আমি নির্বাচনে আসব। মূলত আমি জনগণের সঙ্গে কাজ করতে চাই। জনগণের পাশে থাকতে চাই।’