ঢাকা:বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন।
রোববার বেলা ১২টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম চলবে ১৫ জুলাই বিকেল চারটা পর্যন্ত।
সভাপতি পদ প্রত্যাশীদের মধ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও ইডেন মহিলা কলেজের উর্মিলা ঢালী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা এইচ এম আল-আমীন, কামাল মোহাম্মদ নাসের (রুবেল),কেন্দ্রীয় উপ-প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম রসুল বিশ্বাস, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি তালুকদার মাহামুদ রিফাত,সাখাওয়াত হোসেন, সরকারি কবি নজরুল কলেজের ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান সোহেল মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন সুমন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সমাজ সেবা বিষয়ক সম্পাদক মো. আহসান হাবিব, ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম সাইফুল ইসলাম মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও ২৮ তম কেন্দ্রীয় সম্মেলনের নির্বাচন কমিশনার শেখ রাসেল বাংলানিউজকে বলেন, তিন হাজার টাকা জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করছে প্রার্থীরা। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের এসএসসি পাসের মূল সনদসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, ছাত্রত্বের প্রমাণ স্বরূপ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি যাচাই বাছাই করা হচ্ছে।
মনোনয়ন পত্র বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রেজাউর হাফিজ রেশিম,সুমন কুন্ডু,মোস্তাফিজুর রহমান প্রমুখ।
আগামী ২৫-২৬ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।