যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের পাশে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার সাত ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ১১টা ২৫ মিনিটে স্বাভাবিক হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের অদূরে বানিয়ারগাতি রেলক্রসিংয়ে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যূত হলে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ কারণে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। ফলে, কয়েক হাজার যাত্রীকে চরম দুর্ভোগের শিকার হতে হয়। মালবাহী ওই ট্রেনটি তেল নিয়ে খুলনা থেকে নাটোর যাচ্ছিল।
স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, ভোর চারটার মিনিটের দিকে সিঙ্গিয়া রেল স্টেশনের কাছাকাছি বানিয়ারগাতি রেল ক্রসিংয়ে খুলনা থেকে ছেড়ে আসা নাটোর অভিমুখি তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন সকাল ৮টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। ১১টা ২৫ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।