বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকারী ১৪ নারী-পুরুষকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (১২ জুলাই) সকালে বেনাপোল চেকপোস্ট সীমান্ত পথে এদের স্বদেশ ফেরত পাঠানো হয়।
ফেরত আসা বাংলাদেশিরা হলেন, কুষ্টিয়ার কাদের আলীর ছেলে রিন্টু মিয়া (১৮), ভিকু আলীর ছেলে শরীফ আলী (৩০), পরান আলীর ছেলে নজরুল ইসলাম (২৮), তোজাম সরদারের ছেলে ফেরদৌস (২৬) ও জুয়েল (১৯), তিলুর ছেলে ওহাব (৩২), যশোরের তাইজুল ইসলামের ছেলে ইমান আলী (২৪), মেহের গাজীর স্ত্রী মুসলিম বেগম (২৬), নড়াইলের জয়নাল খন্দকারের স্ত্রী শিলা বেগম (২৫), জাকির হোসেনের ছেলে আতিকুর রহমান (২২), আশরাফের ছেলে তৌহিদুর (২৩), গোপালগঞ্জের দিলিপ ঢালির ছেলে দেবাশিষ (২৩), মসলেম শেখের ছেলে জুয়েল (১৯) ও মাদারীপুরের দেবেন্দ্র নাথের ছেলে রাবিনাথ (৫০)।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রহিম বলেন, ফেরত আসাদের বিরুদ্ধে অবৈধ পারাপার আইনে মামলা দিয়ে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, ওই ১৪ জনকে যশোর আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।