ভারতের মিজোরামে নির্মাণাধীন রেলসেতু ভেঙে পড়েছে। এতে অন্তত ১৭ জনের নিহতের খবর পাওয়া গেছে। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভারতের সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে সেতু তৈরির কাজ চলাকালীনই আচমকা নির্মাণাধীন অংশ ভেঙে পড়ে। তার তলায় চাপা পড়েন অনেকে। অন্তত ৩৫ থেকে ৪০ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। এখনো পর্যন্ত ১৭টি লাশ উদ্ধার হয়েছে।
জানা গেছে, মিজোরামের রাজধানী আইজল থেকে ২১ কিলোমিটার দূরের সাইরাং-এর পাহাড়ি এলাকায় রেলব্রিজের কাজ চলছিল। বুধবার সকাল ১০টার দিকে বিকট শব্দে ভেঙে পড়ে ব্রিজটি।
প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা গেছে, মাটিতে মুখ থুবড়ে পড়ে আছে ব্রিজের উপরের অংশ। ধুলোর কুয়াশায় ঢেকে গেছে জায়গাটি। ঘটনার সময় দুর্ঘটনাস্থলে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক ছিলেন বলে জানা গেছে। অনেকেরই খোঁজ মিলছে না। ভাঙা ব্রিজের নিচে তারা আটকে আছেন বলেই মনে করা হচ্ছে।
সূত্র : আনন্দবাজার