আন্দোলনের ঘোষণায় দিশেহারা সরকার গণগ্রেফতার করছে : রিজভী

Slider জাতীয় টপ নিউজ রাজনীতি

53362_Rizvi
গ্রাম বাংলা ডেস্ক: ঈদের পর বিএনপির আন্দোলনের ঘোষণায় সরকার দিশেহারা হয়ে গেছে বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সেজন্য সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আজ শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
রিজভী আহমেদ বলেন, সরকারের শেকড়ে শেকড়ে পতনের ভয়। তাই আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের শুধু গ্রেফতার নয়, ভয়ভীতি দিয়ে এলাকা ছাড়া করছে। এ সুযোগে পুলিশ ঈদের আগে গ্রেফতার বাণিজ্যে লিপ্ত হয়ে পড়ছে।
দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকার এখন পাগলা ঘোড়ার মত বেসামাল হয়ে পড়েছে বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।
ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি বলেন, জাতীয় সংসদ এখন আর গণতন্ত্রের চর্চা ও জনগণের কল্যানের প্রতিষ্ঠান নেই। এটি গান, বাজনা ও বিচিত্রা অনুষ্ঠানের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, নির্বাহী সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার, আব্দুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *