নারী শ্রমিকদের জমা রাখা মাতৃত্বকালীন সুবিধার টাকা ও বকেয়া বেতনের দাবীতে স্টাইল ক্রাফ্ট পোষাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছে।
আজ সোমবার (২১ আগস্ট) দুপুর ১২ টায় গাজীপুরের ধান গবেষনার সামনে থেকে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল শুরু করে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রেজাউল করিম জানান, ‘বেতন-ভাতা পরিশোধের দাবীতে শ্রমিকেরা সড়কে আধ-ঘন্টা বিক্ষোভ করেছে।
তিনি জানান, ওই পোষাক কারখানার শ্রমিকেরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও বিক্ষোভ করেছে।
আন্দোলনরত শ্রমিক ছুরত আলী, এনামুল জানান, তিন মাসের বকেয়া বেতন পরিশোধ করতে হবে। ৩৫ বছর যাবৎ জমা রাখা নারী শ্রমিকের মাতৃত্বকালীন সুবিধার টাকা পরিশোধ করতে হবে।
আন্দোলনরত শ্রমিক নেতা জালাল হাওরাদার জানান, স্টাইলক্রাফট পোষাক কারখানার মালিক কয়েক মাস পরপরই বেতন নিয়ে জটিলতা সৃষ্টি করে। এখানে সাড়ে তিন হাজার শ্রমিক কাজ করছে।
স্টাইলক্রাফট গার্মেন্টস এর মানেজিং ডাইরেক্টর শামস আলমাছ জানান, আমি সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছি।তিনি বলেন, অর্থনৈতিক দুরাবস্থায় কিছুটা সমস্যা হয়ে গেছে।যতটুকু সমস্যা, তাঁর বেশি সমস্যা সৃষ্টি করা হচ্ছে।