জাহিদ হাসান,লামা(বান্দরবান)প্রতিনিধি।। ভূমি জবর দখলের সংবাদ পরিবেশন হওয়ায় দৈনিক যুগান্তর কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদ ও মিথ্যা তথ্যদিয়ে করা মামলা প্রত্যাহরের দাবিতে লামায় কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেছেন। ২১ আগস্ট দুপুর ১২টায় লামা উপজেলা পরিষদ সম্মুখ শহরের প্রধান সড়কে অনুষ্ঠি প্রতিবাদ মানববন্ধনে স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। সাংবাদিকরা জসিম উদ্দিনের নামে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মহলের কাছে দাবি জানান। সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন,’একজন সাংবাদিক তাৎক্ষনিক ঘটে যাওয়া কোনো ঘটনা পত্রিকায় প্রেরণ করা তাদের দায়িত্ব। কক্সবাজার জেলা যুগান্তর প্রতিনিধি সেই কাজটিই করেছিলেন’। একজন বীরমুক্তিযোদ্ধার ভূমি জবর দখলকারীরা যে হোকনা কেন, জবর দখলকারী হিসেবে তাদের ভূমিকা যদি পত্রিকা নিউজ করতে না পারে; তবে সাংবাদিকদের আর কাজ কি(?)। সাংবাদিকতার কন্ঠ রোধ করতে মহল বিশেষ একের পর এক জসিম উদ্দিনসহ আরো অনেক সাংবাদিকদের টুঁটি চেপে ধরার অব্যাহত অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কক্সবাজার শহরে বিজ্ঞ আদালতের রায়সহ বৈধ মালিক এক বীর মুক্তিযোদ্ধা পরিবারের ভূমি জবর দখলকারীদের পরিচয় জানাটা একজন সাংবাদিকের কাছে মূখ্য নয়। সংবাদের মূখ্য দিকটি হচ্ছে দেশের একজন নাগরিকের উপর বে-আইনি জবর দখলের ঘটনা। এমন একটি সংবাদ পরিবেশন হওয়ায় সংবাদদাতা জসিম উদ্দিনের বিরুদ্ধে কক্সবাজার ও ঢাকায় পৃথক দু’টি মানহানীর মামলা হয়। জানাযায়, কক্সবাজারে হওয়া মামলাটি ইতোমধ্যে প্রত্যার করা হয়েছে।মানববন্ধনে লামা উপজেলায় কর্মরত সংবাদ কর্মিরা অংশ নেন।