মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ড পাওয়া দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় দৌলতখান উপজেলার ছাত্রলীগের চার নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাতে ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ ও সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ হিমেল এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া ছাত্রলীগের নেতাকর্মীরা হলেন- দৌলতখান উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাবিউর রহমান রাফি, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেরাব হোসেন মিরাজ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাশরাফি চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম রাজ।
জানা গেছে, সাঈদীর মৃত্যুর সংবাদে উপজেলা ছাত্রলীগ নেতারা তাদের ফেসবুক ওয়ালে লিখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’। কেউ কেউ লিখেন, ‘নক্ষত্রের বিদায়ে ভূমিকম্প হলো। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন।’ এর পরই এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের অব্যাহতির দেওয়া হয়।
জানতে চাইলে ভোলা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিব মাহমুদ বলেন, ‘উপজেলার ছাত্রলীগের চার নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ও সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাই তাদেরকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’