হবিগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসিসহ আহত শতাধিক

Slider রাজনীতি


হবিগঞ্জের পদযাত্রা করতে গিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে থানার ওসিসহ দুই পক্ষের শতাধিক আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পদযাত্রা উপলক্ষে আজ দুপুর থেকেই হবিগঞ্জের ৯টি উপজেলা থেকে নেতার্মীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জি কে গউসের বাসভবন ও পাশের এলাকায় জড়ো হতে থাকেন। বিকেল ৫টায় শায়েস্তানগর বাজার এলাকা থেকে নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি পানি উন্নয়ন বোর্ড অফিসের কাছে আসতেই পুলিশ বাধা দেয়। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে শুরু হয় পুলিশের ধাওয়া। এতে উভয়পক্ষই ইট-পাটকেল ছুড়তে থাকে। প্রায় ৩০ মিনিট ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে। সংঘর্ষ চলাকালে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় দেবসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ সদস্যদের আহতদের তথ্য জানিয়ে থানার পরিদর্শক (তদন্ত) বদিউজ্জামান বলেন, ‘কী পরিমাণ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়া হয়েছে, তা পরে জানাতে পারব।’

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি কে গউছ বলেন, ‘আমরা শান্তিপুর্ণভাবে পদযাত্রা শেষ করে যখন বাসায় যাচ্ছিলাম, তখন অ্যাডিশনাল এসপি খলিলের নির্দেশে ওসি অজয়ের নেতৃত্বে পুলিশ আমাদের ওপর হামলা চালায়। এতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক আউয়ালসহ বিপুল সংখ্যক নেতাকর্মী আহত হন। আউয়ালের অবস্থা গুরুতর।’

বাসার আশপাশে তল্লাশির নামে লোকজনকে পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, ‘আহত নেতাকর্মীরা গ্রেপ্তারের ভরে হাসপাতালে না গিয়ে গোপনে চিকিৎসা নিচ্ছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *