মিয়ানমার ১৯ যুবককে আটকে রেখে নির্যাতন-হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২

Slider ফুলজান বিবির বাংলা


মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে নারায়ণগঞ্জের ১৯ যুবককে মিয়ানমারে আটকে রেখে মুক্তিপণ আদায়সহ একজনকে হত্যার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার সকালে এক খুদে বার্তায় র‍্যাবের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব বলছে, মালয়েশিয়ায় উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ১৯ যুবককে মিয়ানমারে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায় করে মানবপাচারকারী চক্র।সংঘবদ্ধ এই মানবপাচারকারীদের নির্যাতনে জহুরুল ইসলাম নামের নারায়ণগঞ্জের এক যুবক মারা যান।এ ঘটনায় জড়িত অভিযোগে মানবপাচারকারী চক্রের প্রধান ইসমাইলসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে নারায়ণগঞ্জের ওই যুবকদের মিয়ানমারের কোথায় আটকে রাখা হয়েছিল, কারা এই মানবপাচারকারী চক্রের সঙ্গে জড়িত, কত টাকা তারা আত্মসাৎ করেছে—এসব বিস্তারিত তথ্য আজ সংবাদ সম্মেলনে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *