মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া জেলার সারিয়াকান্দিতে আলম সরকার (৬০) ওরফে বাচ্চু মিয়া নামে একজন প্রতারককে গ্রেফতার করেছে সারিয়াকান্দি থানার পুলিশ। তার বিরুদ্ধে নিজের ছেলের সাথে বিয়ে দেয়ার কথা বলে মোটা অঙ্কের টাকা ও স্বর্ণালংকার হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।অভিযোগটি দায়ের করেছেন উপজেলার হাটফুলবাড়ী ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের লুদু প্রামানিকের স্ত্রী মিনা বেগম (৪০)। থানার অভিযোগ সূত্রে জানা গেছে, বিগত ২ মাস আগে মিনা বেগমের ভাসুর একই গ্রামের হামিদুল ইসলামের সাথে বাচ্চু মিয়া তার বাড়িতে আসে।এ সময় বাচ্চু মিয়া বলে, তার একটি ছেলে সেনাবাহিনীতে চাকরি করে। তখন বাচ্চুর ছেলের সাথে মিনা বেগমের মেয়ের বিয়ের কথা তিনি মোটামুটি পাকাপাকি করেন। পরে বাড়িতে গিয়ে বাচ্চু মিনা বেগমের সাথে মোবাইল ফোনে কথা বলতেন।এরপর ছেলের চাকরির জন্য টাকা লাগবে বলে বিভিন্ন সময়ে মিনা বেগমের নিকট থেকে সর্বমোট ৪ লাখ ৪১ হাজার টাকা বিভিন্নভাবে হাতিয়ে নেয়। পরে হাতের বালা এবং কানের দুলও কৌশলে হাতিয়ে নেয়, যার ভিতরে ১০ আনা ওজনের স্বর্ণ ছিল।পরে মিনা বেগম বেশ কিছুদিন বাচ্চু মিয়ার মোবাইল ফোন বন্ধ পান। এরপর বিগত ইদুল ফিতরের পরদিন মিনা বেগম সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেন।এরপর গতকাল ১৭ আগষ্ট, বৃহস্পতিবার মিনা বেগম তার লোকজন নিয়ে বাচ্চু মিয়াকে হাতেনাতে আটক করে ৯৯৯ ফোন দিয়ে সারিয়াকান্দি থানায় সোপর্দ করেন। এ বিষয়ে মিনা বেগম বলেন, ‘প্রতারক বাচ্চু মিয়া আমাদের সাথে আলম সরকার নামে পরিচিত হয়েছিল।তাই আমরা আলম সরকার নামেই থানায় অভিযোগ দিয়েছি। পরে আমরা জানতে পারি তার নাম বাচ্চু মিয়া। আমার ভাসুর প্রতারক আলম সরকারের ঠিকানা জানতো না।পরে আমরা খোঁজ নিয়ে তার ঠিকানা বের করেছি। আলম সরকার টাকা এবং স্বর্ণালঙ্কার নেয়ার বিষয়টি স্বীকার করেছে। তার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে।’ এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী বলেন, আলম সরকারকে ১৫১ ধারায় আটক দেখিয়ে শুক্রবার দুপুরে বগুড়া জেলার আদালতে প্রেরণ করা হয়েছে।