সামনে বিএনপির দিন আসছে বলে মন্তব্য করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ শুক্রবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত গণমিছিলের আগে গুলশান-১ ডিসিসি মার্কেটের সামনে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘কী কারণে আজকে এত জনসমাবেশ? কী কারণে এত লোক হচ্ছে মিছিল-মিটিংগুলোতে? সবাই কিন্তু আমাদের নেতা কিংবা কর্মী মিছিলে কিন্তু নাই। অতিষ্ঠ হয়ে আজকে কিন্তু এই মিছিলে যোগদান করেছে।’
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘এই সরকারকে দেশবাসী আর দেখতে চায় না। ১৫টি বছর এই ভয়ঙ্কর, স্বৈরাচারী একটা সরকার আমাদের কাঁধে চেপে বসেছে। নড়া দিলেও সরে না, ধাক্কা দিলেও পড়ে না। তাদেরকে টেনে-হিঁচড়ে এখান থেকে নামাতে হবে।’
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রিয় ভাইয়েরা, আপনারা আজকে ১৫ বছর আন্দোলন করছেন। এর মধ্যে কয়েক পুরুষ পরিবর্তন হয়ে গেছে, কিন্তু হাসিনা সরকারের পরিবর্তন হলো না। কারণ সে অবৈধভাবে, বিভিন্ন সময়ে বিভিন্ন কায়দায় সিলেকশন করে নির্বাচন করে টিকে আছে। কখনো জনগণের ভোটে এই সরকার ক্ষমতায় আসে নাই।’
মির্জা আব্বাস বলেন, ‘আজকে যখন আমরা ভোটের কথা বলি, আমরা যখন গণমানুষের কথা বলি, আমাদের ছেলেরা যখন রাজপথে নামে তখন তারা (সরকার) গুলি করে, টিয়ার শেল মারে, হত্যা করে, গুম করে। আজকেও শুনলাম এখানে (গুলশান) এসে, গতরাতে এই এলাকা থেকে বহু ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণেও (ঢাকা মহানগর দক্ষিণ) বহু ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি বলেন, ‘এই গ্রেপ্তার, গুম, হুমকি ১৫ বছর দিয়েছেন, আর এটাকে কেউ ভয় পায় না। আপনার সব অস্ত্র ভোঁতা হয়ে গেছে, এ অস্ত্র আর কাজ করবে না। বাংলাদেশের মানুষ মরতে শিখেছে, বাংলাদেশের মানুষ আন্দোলন করতে শিখেছে, বাংলাদেশের মানুষ দাবি আদায় করতে শিখে গেছে। সুতরাং, আমাদের ভয় ইনশাল্লাহ নাই। সামনে ইনশাল্লাহ আলোর দেখা পাচ্ছি, সামনে আমাদের দিন আসছে। এই সরকারের পতন ঘটিয়ে ইনশাল্লাহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচনে যাব।’
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সরকার পতনের এক দফা দাবিতে আজ যুগপৎভাবে ঢাকায় গণমিছিল করছে দলটি। সরকারবিরোধী বিভিন্ন দল, জোট এবং বিএনপির সমমনা দল ও জোট এ কর্মসূচি পালন করছে।