সাঈদীর মৃত্যুতে শোক জানানোয় ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে অব্যাহতি

Slider রাজনীতি

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়ায় জামালপুর জেলা ছাত্রলীগের বিভিন্ন শাখার ১৯ নেতাকর্মীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে কেন চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার উপযুক্ত কারণসহ জেলা ছাত্রলীগের দপ্তরে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু। এর আগে গতকাল বুধবার রাতে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির স্বাক্ষরিত পৃথক চারটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৯ নেতাকর্মীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

অব্যাহতি পাওয়া নেতাকর্মীরা হলেন- জেলার ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান, সহসম্পাদক মুসা আহমেদ, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মো. ইউসুফ আলী, মেলান্দহ পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সদস্য আশরাফুল সালেহিন রিয়াদ, ইসলামপুর উপজেলা ছাত্রলীগের কর্মী মো. আব্দুল কাইয়ুম, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের কর্মী সোয়াইব ইসলাম, ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মুরসালিন উদ্দিন, মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি মেহেদী হাসান সেতু, ইসলামপুর পৌর শাখা ছাত্রলীগের কর্মী মো. জয় মামুন, নাংলা ইউনিয়ন ছাত্রলীগের দফতর সম্পাদক মো. বরকতুল্লাহ ফারাজী, গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির সরকার, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আমিনুল ইসলাম, নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি আশিকুর রহমান আশিক, হাজরাবাড়ি পৌর শাখার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি ফাহিম চৌধুরী, কুলিয়া ইউনিয়ন শাখার অন্তর্গত ২ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন ইসলাম সানি, জামালপুর সদর উপজেলার (পূর্ব) শরিফপুর ইউনিয়ন শাখার অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. সাইম কবির, বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শোয়েব আল হাসান এবং দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম মুসা।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে এসব নেতাকর্মীকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। একইসঙ্গে কেন তাদের বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার উপযুক্ত কারণসহ আগামী সাত দিনের মধ্যে সশরীরে জেলা ছাত্রলীগের দফতর সেলে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।’

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি বলেন, ‘একজন যুদ্ধাপরাধীর মৃত্যুতে শোকপ্রকাশ করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। এই সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গ করার সুযোগ নেই কারও।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *