জাতীয় শোক দিবসে কাপাসিয়া কৃষকলীগের গরুর গোস্ত বিতরণ

গ্রাম বাংলা


কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

শোক দিবস উপলক্ষে সোমবার বিকালে উপজেলার সনমানিয়া ইউনিয়নের আড়াল দক্ষিনগাও মরিয়ম ভিলেজ প্রস্তাবিত শেখ রাসেল স্টেডিয়ামে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা আলম আহমদের উদ্যোগে দুস্থদের মাঝে মাংস বিতরনের জন্য উপজেলার ১১ ইউনিয়নে ১৭টি গরু দেওয়া হয়। মঙ্গলবার সকালে উপজেলার ১১ ইউনয়িনের ৫ হাজার দুস্থ পরিবারের মাঝে গরুর গোস্ত বিতরণ করা হয়।

কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনর্বিাহী কমিটির সদস্য অধ্যাপক মোঃ আইন উদ্দিনের সভপতিত্বে ও সাবেক কৃষকলীগ নেতা কাপাসিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি হাফিজুল হক চৌধুরী আইয়ুবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আলহাজ¦ নজিব আহমেদ।

স্মরণ সভা ও গরু বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন মোল্লা।

প্রধান আলোক হিসাবে বক্তব্য রাখেন কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা আলম আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিয়াউল হক নাসির, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান আরিফ, জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য আব্দুর রশিদ সরকার, কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সদস্য শাহ জানি আলম কনক, জসিম উদ্দিন প্রধান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *