রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে জুতা পায়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদনের অভিযোগ পাওয়া গেছে।
আজ মঙ্গলবার সকালে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কার্যে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় এ ঘটনা ঘটে। এ ছবিটি মুহুর্তেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে।
স্থানীয়রা জানিয়েছেন, জুতা পায়ে বঙ্গবন্ধুর ভাস্কার্যে গোয়ালন্দ পৌর সভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা, সাধারণ সম্পাদক হিরু মৃধা, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম পলিন্স পার্থকে দেখা গেছে। ছবিটি দেখে তারা হতবাক হয়েছে। একজন দায়িত্বশীল ব্যক্তির এমন কাণ্ড খুবই দুঃখজনক।
জুতা পায়ের ছবিটি নিয়ে এসকে মামুন তার ফেসবুকে লিখেছেন, ‘আহারে শোকের হাসি! জুতা পড়ে মুখে হাসি বুলি তাদের বঙ্গবন্ধুকে ভালোবাসি!’
মিঠুন গোস্বামী ছবিটি দিয়ে লিখেছেন, ‘জুতা পায়ে অট্টহাসিতে শোক দিবস পালন! আমলীগ বলে কথা–!’
রিয়াজ আক্তার নামে একজন লিখেছেন, ‘এর পরেও কি বলবেন তিনি আওয়ামী লীগ করে? দাঁত কেলাইয়া যে হাসি দিয়েছেন এবং পাদুকা পরে আজকের এই দিনে.. এতে কি প্রমাণিত হয় না তিনি মোস্তাকের দোসর? প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন এই যে, গোয়ালন্দ পৌর মেয়র একজন অবিকল মীরজাফর মোস্তাক, অবিলম্বে দলীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ করুন।’
এ বিষয়ে নজরুল ইসলাম মন্ডলের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘জুতা পায়ে শ্রদ্ধা নিবেদন করা যাবে না, সেটা আমার জানা ছিল না। আমার ভুল হয়েছে। বর্তমানে আমি মিটিংয়ে আছি, পরে কথা বলব।’
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা মুন্সীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।