সাতক্ষীরা: সাতক্ষীরার সদর উপজেলার কুশখালী সীমান্তে মুকুল হোসেন নামে এক বাংলাদেশি গরু রাখালকে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শুক্রবার (১০ জুলাই) রাত ৩টার দিকে সাতক্ষীরা কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে।
নিহত মুকুল হোসেন সদর উপজেলার হাওয়ালখালী গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।
গ্রামবাসী জানান, মুকুলসহ কয়েকজন রাখাল ভারত থেকে গরু নিয়ে দেশে ফিরছিলেন। পথে ভারতের দুবলা এলাকায় সে দেশের খলিষা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মুকুলের। পরে সঙ্গীরা তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসেন।
কুশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু রায়হান বলেন, আমরা শুনেছি, ভোরে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফ একজনকে গুলি করে হত্যা করেছে।
সাতক্ষীরা-৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক বলেন, ঘটনাটি শুনেছি। বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।