লা লিগা শিরোপা ধরে রাখার অভিযানে বার্সেলোনার শুরুটা ভালো হলো না। ঘটনাবহুল ম্যাচে গেতাফের বিপক্ষে গোলশূন্য ড্র করল দলটি। প্রথমার্ধের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হল কাতালানরা। গেতাফেও দ্বিতীয়ার্ধের শুরুতে একজনকে হারাল। উত্তেজনা ছড়ানো ম্যাচে লাল কার্ড দেখলেন বার্সার কোচ জাভিও।
এ নিয়ে টানা টানা চার ম্যাচে গেতাফের মাঠে গোল করতে ব্যর্থ হলো বার্সা। ফলে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
খেলার ৪৩তম মিনিটে বড় ধাক্কাটা খায় বার্সা। গাস্তন আলভারেসকে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখেন রাফিনিয়া।
বিরতির পর ৫৭তম মিনিটে গেতাফেও ১০ জনের দলে পরিণত হয়। আরাউহোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন হাইমে মাতা। উত্তেজনা ছড়ানো ম্যাচে ৭০তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সেলোনা কোচ জাভি।