ঢাকা: রাজধানী ঢাকায় বড় আয়োজন করে জাকাত দিতে হলে সংশ্লিষ্ট থানা পুলিশকে অন্তত একদিন আগে জানাতে হবে বলে ফের সতর্ক করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টায় পল্টন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ঈদ উপলক্ষে ডিএমপি’র পোশাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আছাদুজ্জামান আরও বলেন, গরীব মানুষদের জীবনের নিরাপত্তার জন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া দরকার। পুলিশকে না জানিয়ে আয়োজন করার পরে যদি কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটে, তবে আয়োজনকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ঈদের কারণে ফুটপাত দখল করে দোকান এবং গাড়ি পার্কিং প্রবণতা বাড়ছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন পথচারীরা। ইতোমধ্যে পুলিশ উচ্ছেদ অভিযান এবং অবৈধ গাড়ি পার্কিং এর বিরুদ্ধে অভিযান শুরু করেছে। ঈদের পরেও এ অভিযান অব্যাহত থাকবে।