পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হলেন আনোয়ারুল

Slider সারাবিশ্ব


পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সিনেটর আনোয়ারুল হক কাকার। আজ শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। তিনি বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) একজন আইনপ্রণেতা। খবর জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও জাতীয় পরিষদের (এনএ) বিদায়ী নেতা রাজা রিয়াজ আজ এক বৈঠকে সিনেটর কাকারকে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন। এরপরেই বহুল প্রত্যাশিত এই ঘোষণা দেওয়া হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে ডন বলছে, শেহবাজ শরীফ এবং রাজা রিয়াজ তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আনোয়ারুল হক কাকারকে নিয়োগের ব্যাপারে প্রেসিডেন্ট আলভিকে সুপারিশ করেন। এরপরেই কার্যালয় থেকে এই বিবৃতি এসেছে।

এর আগেও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং রিয়াজ, কাকারের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে নিশ্চিত করেছিলেন।

এ নিয়ে রাজা রিয়াজ বলেছেন, আমরা এর আগে সিদ্ধান্ত নিই যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ছোট কোনো প্রদেশের কেউ হোক এবং তার ব্যক্তিত্ব নিয়ে কোনো বিতর্ক থাকবে না। শেষমেশ আমরা ঐক্যমত হতে পেরেছি যে আনোয়ারুল কাকার হবে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *