মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মসজিদে নামাজরত অবস্থায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদিনের (৫৫) মৃত্যু হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের সময় উপজেলার মুন্সিবাজার এলাকার এক জামে মসজিদে তার মৃত্যু হয়।
নিহত জয়নাল আবেদিন ২০১৬ সালে সিলেট বিভাগে প্রাথমিক স্কুলের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে পুরস্কার পান। ওই বছর তার স্কুল দেশে সেরা স্কুলের মর্জাদা লাভ করে।
নিহত শিক্ষকের মামাতো ভাই ফজলুল হক ফজলু বলেন, জয়নাল তার পরিবারকে নিয়ে বৃহস্পতিবার বিকেলে কমলগঞ্জের মুন্সিবাজার এলাকায় শ্যালকের বিয়ের অনুষ্ঠানে যান। শুক্রবার বরযাত্রায় যাওয়ার সময় এক মসজিদে জুমার নামাজরত অবস্থায় তিনি ঢলে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদরের এক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জয়নাল আবেদিন কুলাউড়া উপজেলার চুনঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তার বাড়ি উপজেলার ব্রাহ্মণ বাজার ইউনিয়নে। তার মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। জয়নাল আবেদিনের স্ত্রী ব্রাহ্মণ বাজারের গুড়াভুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত রয়েছেন।