ঢাকা: পরমাণু আলোচনা থেকে আবারও বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ বিষুয়গুলোয় সিদ্ধান্তে পৌঁছানো না গেলে আলোচনায় আর থাকবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
শুক্রবার (১০ জুলাই) যুক্তরাষ্ট্রের এ হুঁশিয়ারির কথা জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। বর্তমানে ভিয়েনায় ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির আলোচনা চলেছে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেরি এসময় বলেন, আমরা এখানে, কারণ আমরা বিশ্বাস করি আলোচনায় বাস্তবিকই অগ্রগতি হচ্ছে। তবে আমি বহুবার বলেছি, এবারও বলছি, আমরা কোনো আপসের বৈঠকে বসিনি। কাজেই জরুরি ও কঠিন বিষয়গুলোতে চূড়ান্ত সিদ্ধান্ত না এলে আলোচনা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র।