রাঙ্গামাটিতে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় দু’দিন বন্ধ থাকার পর বাঘাইছড়ি ও সাজেক সড়কে বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে চলাচল স্বাভাবিক হয়েছে। ফলে সাজেকে আটকা পড়া দেড় শতাধিক পর্যটক নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছে বলে জানিয়েছে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় বাঘাইহাট-সাজেক সড়কের নিচু অঞ্চল, বাঘাইহাট বাজার ও মাচালং সেতু প্লাবিত হয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সাজকে আটকা পড়ে ঘুরতে যাওয়া দেড় শতাধিক পর্যটক।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, সড়কের মাটি সরিয়ে পরিষ্কার করায় ও বন্যার পানি নেমে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এতে পর্যটকরা ফিরে যেতে পারছে।