বান্দরবান-মিয়ানমার সীমান্তে গুলির শব্দ আবাসনে আতঙ্ক

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ ঢাকা সারাদেশ সারাবিশ্ব

53361_Miyanmer Border
বান্দরবান করেসপনডেন্ট
গ্রাম বাংলা নিউজ২৪.কম
বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির দোছড়ি সীমান্তে আজ সকাল থেকে প্রচণ্ড গুলির শব্দ শোনা যাচ্ছে। সীমান্তের লেম্বুছড়ি আমতলি এলাকার ৫৯ থেকে ৫০ নম্বর পিলার এলাকায় এ ঘটনায় সীমান্তে বসবাসকারী লোকজনদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। সীমান্তের জিরো লাইনের ভিতরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ওই এলাকার জনপ্রতিনিধিরা।

লেম্বুছড়ির স্থানীয়রা জানিয়েছেন, সকাল সাড়ে ৯টা থেকে ৫৯ ও ৫০ নম্বর পিলার এলাকায় প্রচণ্ড গুলি শুরু হয়। থেমে থেমে গুলির আওয়াজ শোনা যাচ্ছে। এ ঘটনার পর লেম্বুছড়ি ও পানছড়ি বিজিবি সতর্কাবস্থায় রয়েছে। তবে কি কারণে এই গুলি হচ্ছে তা এখনো স্পষ্ট করে কেউ বলতে পারছেন না। স্থানীয় ইউপি চেয়ারম্যান রশিদ আহম্মদ জানান সকাল থেকে সীমান্তের জিরো লাইনের ওপার থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে।

ওই এলাকার ইউপি সদস্য আবদুর রহিম জানান, সকাল সাড়ে ৯টা থেকে গুলির শব্দ শোনা যাচ্ছে। এটি তাদের প্রশিক্ষণও হতে পারে বা সন্ত্রাসী গোষ্ঠী আরএসওর সাথে বন্দুকযুদ্ধও হতে পারে। তবে এ ঘটনায় লেম্বুছড়ি সীমান্তের লোকজন আতঙ্কের মধ্যে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *