তামিম ইকবাল পরবর্তী কে হচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, তা নিয়ে আজ মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বোর্ড সভা করেছে। তবে এখনও নিশ্চিত করা হয়নি দলনেতা নাম। এ নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস জানান, ওয়ানডে অধিনায়ক ঠিক করার দায়িত্ব নিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী ১২ তারিখের মধ্যে জানা যাবে কে আসছেন টাইগারদের একদিনের ক্রিকেটের নেতৃত্বে।
জালাল বলেন, ‘আপনারা জানেন যে, আজকে আমাদের একটা ইমার্জেন্সি মিটিং ছিল। ইমার্জেন্সি মিটিং ডাকার জন্য একটা কারণ ছিল সেটা ক্যাপ্টেন্সির ব্যাপারে। মূলত এশিয়া কাপের ক্যাপ্টেন নির্বাচনের কথা ছিল। আমরা আজকে বোর্ড সভায় বসেছিলাম। পরে বোর্ড থেকে আমরা সবাই মাননীয় বোর্ড সভাপতিকে অধিনায়ক নির্বাচন করার জন্য, ক্যাপ্টেন সিলেক্ট করার জন্য আমরা ওনাকে দায়িত্ব দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘তিনি (জালাল) এখন ভেবে-চিন্তে যে কয়জন সম্ভাব্য প্রার্থী আছে ক্যাপ্টেনসির জন্য তাদের সঙ্গে কথা বলে আমাদের জানাবেন। আমরা ফাইনাল করব। আশা করি, আমরা দিন দুই-তিনের মধ্যে, ১২ সেপ্টেম্বরের আগে আমাদের ডেডলাইন আছে, তার আগে আমরা ক্যাপ্টেন নির্বাচন করে আপনাদের জানিয়ে দেবো।’
এর আগে নাটকীয়ভাবে অবসর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরদিনই সিদ্ধান্ত পরিবর্তন করেন তামিম। এরপর লন্ডনে যান পিঠের চোটের চিকিৎসা করাতে। তবে লন্ডন থেকে ফিরে ঘোষণা দেন ওয়ানডে দলের অধিনায়ক আর থাকবেন না। চোটের কারণে নিজেকে সরিয়ে নেন এশিয়া কাপের দল থেকেও।
তামিমের সরে দাঁড়ানোয় বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক কে হবেন সেটি নিয়ে চলছে জোর গুঞ্জন। অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন দেশকে টেস্ট ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়া সাকিব আল হাসান। আলোচনায় আছেন তামিমের অবর্তমানে আফগানিস্তান সিরিজে অধিনায়কত্ব করা লিটন দাসও। অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়েও চলছে গুঞ্জন।
অধিনায়ক হিসেবে যে সাকিব এগিয়ে থাকছেন সেটি বোঝা গেছে পাপনের কথায়ও। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো পরিষ্কার পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন আগামী ২ বছর সাকিব খেলবে ওর সাথেও তো বসতে হবে। আমরা জেনে নেই একটু। বিষয়টি নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে সহজ হচ্ছে সাকিবকে (অধিনায়ক) করে দেওয়া।’