প্রয়াত নায়করাজ হয়ে গেলেন কৃষিমন্ত্রী!

Slider বিনোদন ও মিডিয়া


দুই বাংলার কিংবদন্তি অভিনেতা প্রয়াত নায়করাজ রাজ্জাক। যাকে দেশ-বিদেশের সবাই চেনেন এক নামে। তবে পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার হয়তো তাকে চিনতে ভুল করেছে! আজ রোববার তারা প্রকাশ করা করেছে ‘আওয়ামী লীগের দল আজ দিল্লিতে’ শিরোনামের একটি সংবাদ। আর সেখানে দলটির মন্ত্রী হিসেবে দেখানো হয়েছে বাংলার সিনেমার কিংবদন্তি এই অভিনেতাকে।মন্ত্রীর জায়গায় ব্যবহার করা হয়েছে নায়করাজের ছবি। সকাল পৌনে ১০টায় সাংবাদটি প্রকাশ করে সংবাদমাধ্যমটি। এটি অনলাইনে আসা মাত্র শুরু হয় সমালোচনা।

দুই বাংলার এই মহাতারকা পশ্চিমবঙ্গের প্রধানতম পত্রিকায় ভুলভাবে উপস্থাপন হওয়াটা অদূরদর্শিতা ও অদক্ষতা বলে মন্তব্য করে করেছেন অনেক নেটিজেন। দ্রুতই এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে ভাইরাল।

এদিকে, এর কিছুক্ষণের মধ্যে দুঃখ প্রকাশও করেছে গণমাধ্যমটি। তারা ছবিটি সরিয়ে ফেলে সংশোধনীতে লেখে, ‘এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাকের ভুল ছবি দেওয়া হয়েছিল। ছবিটি ছিল বাংলাদেশের একসময়ের জনপ্রিয় অভিনেতা আব্দুর রাজ্জাকের। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা আন্তরিক দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *