বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আগামীকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ বৃহস্পতিবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
ডিএমপি কমিশনার জানান, জামায়াতকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হচ্ছে না।
এর আগে গত মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে ডিএমপি কমিশনারের কাছে আবেদন করে জামায়াত। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে জামায়াতের সাত সদস্যের একটি প্রতিনিধিদল ডিএমপি কার্যালয়ে গিয়ে ওই আবেদনপত্র জমা দেন।
গত মঙ্গলবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াত। এর অনুমতির জন্য ডিএমপিতে আবেদন করেছিল দলটি। তবে অনুমতি না পাওয়ায় নতুন করে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ কর্মসূচি ঘোষণা দেয় জামায়াত।