মাসুদ রানা সরকার, বগুড়া জেলা: ভরা বর্ষা মৌসুমেও বৃষ্টির দেখা নেই। এতে করে আমন চাষাবাদ ব্যহৃত হচ্ছে। এছাড়া প্রচন্ড তাপদাহে জনজীবন বিপর্যস্ত। ভ্যাপসা গরমে কষ্ট পাচ্ছে পশু-পাখিরাও। তাই বৃষ্টির আশায় বগুড়ার শেরপুরে বিশেষ নামাজ (ইসতিসকার) আদায় করেছেন ধর্মপ্রাণ মানুষ।গত বুধবার, ২ আগস্ট সকাল নয়টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী ফাঁসিতলা ঈদগাহ মাঠে এই নামাজ অনুষ্ঠিত হয়। এতে সাধুবাড়ী, মামুরশাহী, উচরং, ঘোলাগাড়ী ও খন্দকারটোলা গ্রামের পাঁচ শতাধিক মুসুল্লি অংশ নেন।বিশেষ ওই নামাজের আয়োজন দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের মানবিক সহায়তা সংগঠন বসুন্ধরা শুভসংঘ। অনাবৃষ্টি থেকে মুক্তি পেতে ওই নামাজের ইমামতি করেন শেরপুর বাসস্ট্যান্ড কেন্দ্রিয় শাহী মসজিদের খতিব মাওলানা এজাজ আহম্মেদ।দোয়া-মোনাজাতে বৃষ্টির জন্য প্রার্থনা করার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে কাজ করা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন তিনি।এর আগে দেওয়া বক্তৃতায় মাওলানা এজাজ আহমেদ বলেন, প্রচন্ড রোদ আর গরমে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। প্রাণিকূলের অবস্থাও একই। অনাবৃষ্টি ও দুর্ভিক্ষের সময় মহানবী (সা.) সাহাবীদের নিয়ে ইসতিসকার নামাজ আদায় করেছিলেন।তাই আমরাও আজ এই নামাজ আদায় করলাম। এই অবস্থার যেন পরিবর্তন হয় সেজন্য উল্টো হাতে মোনাজাত করে মহান আল্লাহর কাছে মোনাজাত করা হয়।