হিরো আলমের শান্তি নাই, অন্যদের হাসি থেমে নাই!

Slider বাংলার মুখোমুখি

‘এক সিগারেট জ্বালাও প্রিয়তমা, মনের ভেতর শান্তি নাই’ এমন কথার গান প্রকাশ করেছেন হিরো আলম। যার শিরোনাম দিয়েছেন ‘একটা সিগারেট জ্বালাও’। গানটি প্রকাশের পরপরই শুরু হয়েছে নানা সমালোচনা। অবশ্য হিরো আলমের বেলায় এমনটা নতুন কিছুই না। এর আগেও গান গেয়ে সমালোচিত হয়েছেন তিনি।

তবে এবার যেন তাকে ঘিরে সমালোচনার মাত্রাটা একটু বেশিই লক্ষ্য করা যাচ্ছে। গানটি প্রকাশের ঘণ্টা কয়েকের মধ্যেই তা ভাইরাল হয়। আর সেখানে মন্তব্যকারীদের কথায়- এবার তাদের (দর্শক-শ্রোতাদের) একটু শান্তি দেন। আর গানটি শুনে তারা হাসি থামাতে পারছেন না।

হিরো আলমের ‘একটা সিগারেট জ্বালাও’ গানটির কথা, সুর ও সংগীত করেছেন রোমিও। আর গানটি প্রকাশ হয়েছে হিরো আলম অফিসিয়াল’র ব্যানারে। মাত্র দুদিনে গানটি ফেসবুক ও ইউটিউবে দেখেছে লাখের ওপর দর্শক। আর মন্তব্য পড়েছে হাজারেরও বেশি।

বিসিএস উচ্ছ্বাস নামে একজন লিখেছেন, ‘যে শান্তি ছিল তাও কেরে নিলি ভাই।’

হারুন রাশেদ লিখেছেন, ‘শান্তি থাকবে কেমনে- এই ধরনের গান শুনলে কানের শান্তি, মনের শান্তি, সব একসঙ্গে পালাবে!’

অন্য একজন লিখেছেন, ‘আমি কত বড় টেনশনে ছিলাম। হঠাৎ হিরো আলমের গানটা শুনে হাসতে হাসতে আমার মনটা ভালো হয়ে গেল। এটাই সত্যি।’

সজীব আহমেদ লিখেছেন, ‘প্রচণ্ড অসুস্থ তার মাঝেও গানটা যখন প্লে করলাম, তখন আমি নিজেকেই ভুলে গেলাম। এত হাসি গত কয়েক মাসে হাসিনি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *