যুক্তরাষ্ট্র থেকে ফিরেই ছেলে জয়কে নিয়ে কলকাতায় উড়াল দিয়েছেন অপু বিশ্বাস। উদ্দেশ্য- কলকাতার নন্দনে অনুষ্ঠিত পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। সেখানে প্রদর্শিত হবে অপু বিশ্বাস অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘লাল শাড়ি’। বর্তমানে ওপার বাংলাতেই অবস্থান করছেন অপু।
তবে এই সময়ের মধ্যে অপু কথা বলেছেন সাবেক স্বামী শাকিব খান ও তাদের সম্পর্ক নিয়ে। কারণ যুক্তরাষ্ট্র সফরজুড়ে সাবেক স্ত্রীর পাশে ছিলেন শাকিব। আর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে শোবিজ পাড়ায় হয়েছে নানা আলোচনা। এখন সবার মুখে একটাই প্রশ্ন; তাহলে কি আবার এক হচ্ছেন শাকিব-অপু?
সম্প্রতি একটি গণমাধ্যমকে অপু বলেন, ‘প্রথমেই বলব, আমার সঙ্গে শাকিবের দূরত্বটা মোটেও কাম্য ছিল না। এজন্য শাকিবকে দায়ীও করব না। ওই সময়টায় আমি অপ্রস্তুত ছিলাম। ওই ধরনের অপ্রস্তুত পরিস্থিতিতে যেকোনো কিছু মোকাবিলা করা আমার জন্য অনেক টাফ হয়ে গিয়েছিল। তাই আমি অনেক কিছুই বুঝে ওঠতেও পারিনি। অনেক উল্টাপাল্টা কথা বলেছি। পরে আমাকে যে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে, তা কখনোই ভাবিনি। তাই হয়তো ঘরের কথা পরের মতো করে বলে ফেলেছি। একটা সময় পর এসব ভাবতে ভাবতে নিজের প্রতি নিজে অনেক কষ্ট পেয়েছি। লজ্জিতও হয়েছি। তখন আমি আমার শ্বশুর-শাশুড়িকে নিয়েও কোনো ভালো উক্তি করিনি।’
তিনি আরও বলেণ, ‘আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি। শুভেচ্ছাবার্তাও দিয়েছেন। তাতে আনন্দ হয়েছে। তবে আমরা ব্যক্তিগত জীবন কী করব, কোন দিকে এগোবে আমাদের ভবিষ্যৎ, এখনই সে বিষয়ে কিছু বলতে চাই না। পরবর্তী সময় যা হবে, তা গোপনই থাক। এখনই জানাতে চাই না।’
শ্বশুর শাশুড়ির প্রসঙ্গ টেনে অপু বলেন, ‘একটা সময় এসে যখন তাদের (শাকিব খানের মা-বাবা) কাছে গিয়ে আমার ভুল স্বীকার করেছি, তারা বলেছেন, “তোমরা আমাদের সন্তান। আর সন্তানদের কখনো ভুল হয় না।” শাকিবের মা-বাবার কাছে ক্ষমা চেয়েছি।’