হিরো আলমকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকিদাতা সিলেটে আটক

Slider বাংলার মুখোমুখি


আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকিদাতাকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার গোলাপগঞ্জের ভাদেশ্বর এলাকা থেকে থেকে আবু আহমেদ ওই অভিযুক্ত আটক করা হয়েছে।

আজ বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাতে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন হিরো আলম। জিডিতে তিনি উল্লেখ করেন, ‘বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (৩৫), পিতা-মৃত আহম্মদ আলী, মাতা-মনোয়ারা বেগম, সাং-এরুলিয়া আরজে পলিবাড়ি, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, বর্তমানে বাসা নম্বর-১৭, ব্লক-ডি, রোড নম্বর-২, মহানগর প্রজেক্ট, থানা-হাতিরঝিল, ঢাকা থানায় হাজির হয়ে লিখিতভাবে জানাচ্ছি যে, আমি ২৪/০৭/২০২৩ তারিখ আমার বর্তমান ঠিকানার বাসায় অবস্থান করাকালে আমার ব্যক্তিগত মোবাইল নং-০১৭৫৫- ১৩৪৪… এ রাত ০৯.৪৩, ০৯.৫৪, ১১.১৮ ঘটিকার সময়ে অজ্ঞাত ব্যক্তি, যার মোবাইল নম্বর ০১৩২৩৭৯২০৪৭ থেকে কল দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাকে দেখে নেওয়ার জন্য হুমকি প্রদান করে।’

হিরো আলম বলেন, ‘আমি তাকে গালিগালাজ করতে নিধেষ করলে সে আগামী সাত দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে পুনরায় হুমকি প্রদান করে। এতে আমি শংকিত । বিধায় আমি ভবিষতের জন্য সাধারণ ডায়েরি করতে ইচ্ছুক। অতএব, উক্ত বিষয় ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিা হিসেবে লিপিবদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *