এই সরকারের অধীনে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, ব্যক্তিত্বহীন, অসৎ দুর্নীতিবাজ নির্বাচন কমিশন দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।
দলের নিবন্ধন না পাওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী অনুযায়ী আজ মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও-এর আগে তিনি একথা বলেন।
নুরুল হক নুর বলেন, ‘অনেকগুলো উপনির্বচান ও স্থানীয় নির্বাচনে তারা (আওয়ামী লীগ) তাদের দালালির সাক্ষ্য রেখেছে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন থেকে শুরু করে গাইবান্ধা নির্বাচন, বরিশাল নির্বাচন সর্বশেষ ঢাকা-১৭ আসন নির্বাচনে গুলশানের মতো একটি অভিজাত এলাকায় প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেও হিরো আলমের মতো একজন মানুষকে আওয়ামী লীগের দুর্বৃত্তরা ছাড় দেয়নি।’
তিনি বলেন, ‘আজ সরকার কিংবা দলের ওপর আওয়ামী লীগের কোনো নিয়ন্ত্রণ নেই। ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের ওপর নির্যাতন হচ্ছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতে বাংলাদেশে ওইরকম পরিবেশ তৈরি হবে।’