ভারতের পশ্চিমবঙ্গে গেল শুক্রবার মুক্তি পেয়েছে আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সিনেমা ‘সুড়ঙ্গ’। যা ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে ওপারে। বর্তমানে সেখানেই অবস্থান করছেন এর নায়ক, নায়িকা ও পরিচালক রায়হান রাফি। সিনেমার প্রচারণায় যাচ্ছেন বিভিন্ন স্থানে।
‘সুড়ঙ্গ’ প্রচারণা করতে গিয়ে নিশো মুখোমুখি হয়েছেন ভারতের বেশ ক’টি গণমাধ্যমের। যেখানে কথা হয়, বন্ধু চিত্রনায়ক নিরব ও ইমন তাদের ব্যক্তিজীবন আড়ালে রেখেছেন সেই প্রসঙ্গটি নিয়েও। যার কারণে ইতিমধ্যেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নিরব।
ওপার বাংলার একটি গণমাধ্যমকে এ বিষয়ে নিশো বলেন, ‘নিরব, ইমন আমার বন্ধুরা অনেকেই ব্যক্তিগত জীবন লুকিয়ে রাখে। তবে সেটা ক্যারিয়ারে কিছু যোগ করে না। এটা একটা মিস আন্ডারস্ট্যান্ডিং (ভুল বোঝাবুঝি)। আমি ফোনে কথা বলব।’
এর আগে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিশো বলেছিলেন, ‘আমার বন্ধু নিরব, ইমন ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছেন। সেটা তাদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে, এমনটা নয়। সুপারস্টার, মেগাস্টার যা-ই হোক না কেন তার সবটা মিলিয়ে দর্শক তাকে অনুসরণ করেন।’
সে সময় তিনি আরও বলেন, ‘আসলে হিরোর ধারণাটা শুধু আমাদের দেশে আছে। হিরো আসেন, বসেন, একটার জায়গায় পাঁচটা চেয়ার দেওয়া হয়। আমার কাছে হিরো বলাটা বড্ড ফেক মনে হয়। হিরো এবং অভিনেতার মধ্যে বৈষম্য তৈরি করাটা আমার দর্শন অনুমতি দেয় না।’
এর জবাবে তখন নিরব বলেন, ‘আফরান নিশো আমার বন্ধু। অথচ সে কবে বিয়ে করেছে, কবে তার বাচ্চা হয়েছে সেটাই আমি জানি না। আমার বিয়ে বাচ্চা গোপন করেছি কি না আপনারাই জানেন। হলফ করে বলতে পারি মিডিয়াও জানে না নিশো কবে বিয়ে করেছে।’