‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে আলোচনায় এসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। তবে সিনেমা ছাড়াও নানা মন্তব্য করেও তিনি খবরের শিরোনাম হচ্ছেন তিনি। কিছু দিন আগে নিশো বলেছিলেন, তিনি ‘সো কল্ড’ হিরোর মতো না যে বউ-বাচ্চার কথা গোপন রাখবেন। এ ভক্তব্যের পর তার ওপর চটে যান ঢালিউড সুপারস্টার শাকিব খানের ভক্তরা। তাদের দাবি, ‘সো কল্ড’ হিরো বলতে নিশো শাকিবকেই বুঝিয়েছেন।
এবার একই ইস্যুতে চিত্রনায়ক নিরব ও ইমনকে নিয়েও মন্তব্য করেছেন নিশো। তবে, নিরবও এ বিষয়ে কড়া জবাব দিয়েছেন।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে নিশো বলেন, ‘আমার বন্ধু নিরব, ইমন ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছে। সেটা তাদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে, এমনটা নয়।’
এর জবাবে নিরব বলেন, ‘আফরান নিশো আমার বন্ধু, অথচ তার বিয়ে ও বাচ্চা হওয়ার খবর আমি জানতাম না। শুধু আমি না, আমাদের মিডিয়ার কেউ হয়তো জানত না। আমার বিয়ে, বাচ্চা গোপন করেছি কি না, আপনারাই জানেন। হলফ করে বলতে পারি, মিডিয়াও জানে না নিশো কবে বিয়ে করেছে।’
তিনি বলেন, ‘আমি পালিয়ে বিয়ে করেছি, তারপরও গোপন করিনি। আমি নিজেই গণমাধ্যমে ফোন করে জানিয়েছি। সেসব খবর ছাপা হয়েছে। আমার বাচ্চা হলো, আমি গণমাধ্যমকে জানিয়েছি। গুগল করলেই খবর পাওয়া যাবে। অথচ নিশোর বিয়ের ও বাচ্চা হওয়ার খবর গোপনই ছিল। অথচ নিশো আমার বন্ধু, সে ভারতের পত্রিকায় গিয়ে এমন মিথ্যে কথা কীভাবে বলল আমার বোধগম্য হচ্ছে না।’
নিরব আরও বলেন, ‘আপনারাই বলুন, নিশো যে বিয়ে করছে সে খবর জানেন? তার বিয়ের খবর গণমাধ্যমে এসেছে? তার বাচ্চা আছে, এ খবর কি কেউ জানে? গণমাধ্যমে কখনো এসেছে? যে ইস্যু নিয়ে নিশো একের পর এক কথা বলে যাচ্ছে সেই ঘটনা সে নিজেই ঘটিয়েছে। বরাবরই সে বউ-বাচ্চাকে আড়াল করেছে, গোপন করেছে।’
গত ঈদুল আজহায় মুক্তি পায় রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমা। ছবিটিতে নিশো ছাড়াও তমা মির্জা, নুসরাত ফারিয়া, শহিদুজ্জামান সেলিম প্রমুখ অভিনয় করেছেন।