কয়েক দিন আগেই খবর এসেছে, ভারতে নামিদামি রেস্তোরাঁগুলোতেও টমেটো দেওয়া বন্ধ হয়েছে। শুধু উচ্চমূল্যের কারণে অনেকের নাগালের বাইরে চলে গেছে অতি পরিচিত এই টমেটো। তবে এই টমেটো বিক্রি করে এক মাসেই তিন কোটি রুপি আয় করেছেন ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনের একজন কৃষক। ৩৬ বছর বয়সী চাষি ঈশ^র গায়কের জানিয়েছেন সেই কথা।
তিনি জানান, আমার ১৮ একরের একটি খামার রয়েছে যেখানে ১২ একর জমিতে আমি টমেটো চাষ করি। জুন মাসের ১১ তারিখ থেকে এখন পর্যন্ত আমি ৩ কোটি রুপি আয় করেছি। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস