গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যে ব্যবস্থা দরকার, তা করেছি: আইজিপি

Slider রাজশাহী


পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, ‘দৃশ্যমান, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য যে ব্যবস্থা করা দরকার, তা আমরা করেছি। বিভিন্ন স্তরে আমাদের যে নির্বাচনী কার্যক্রমের জন্য আইনি ব্যবস্থা তথা নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের জনবল ও প্রযুক্তিগত সক্ষমতা বেড়েছে। আমাদের ইকুপমেন্ট, লজিস্টিক, জনবল ও প্রশিক্ষণ আছে। এই সমস্ত কিছুর সমন্বয়ে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দৃশ্যমান, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতা করতে পুলিশ বদ্ধপরিকর।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় আইজিপি বলেন, ‘আমাদের পুলিশ বাহিনী একটি দক্ষ বাহিনীতে পরিণত হয়েছে। এক সময় এই দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের হোলিখেলা চলছিলো। সেই অবস্থা থেকে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির আলোকে দায়িত্ব পালন করে এই দেশকে শান্তিপূর্ণ একটি রাষ্ট্রে পরিণত করা হয়েছে, বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।’

চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘প্রধানমন্ত্রী দিক-নির্দেশনা দিয়েছেন- এদেশের পুলিশকে একটি ‘‘স্মার্ট পুলিশ বাহিনী’’ হিসেবে গড়ে তুলতে হবে এবং উন্নত দেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য। আমরা প্রধানমন্ত্রীর সেই দিক-নির্দেশনায় ২০৪১ সালের উন্নত বিশ্বের জন্য ‘‘স্মার্ট পুলিশ বাহিনী’’ গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি। দেশের মানুষকে সেবা দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ সব সময় প্রস্তুত রয়েছে।’

আরএমপি কমিশনার মো. আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরওে বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল (অতিরিক্ত আইজিপি) মীর রেজাউল আলম ও রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আব্দুল বাতেন। অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *