ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয় যাচ্ছেন হিরো আলম। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে তার ডিবি কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, হিরো আলমের ওপর হামলার ঘটনায় বেশ কয়েকজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের শনাক্ত করার জন্য তাকে ডিবি কার্যালয় ডাকা হয়েছে।
সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ভোট কেন্দ্র পরিদর্শনে গেলে হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে।