সড়ক বিভাগের কর্মকর্তাদের ব্যর্থতায় ঘরমুখো মানুষ দুর্ভোগে পড়লে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক পরিদর্শনে গিয়ে এ কথা বলেন।
তবে মন্ত্রী এসময় দাবি করেন, বর্তমানে সড়কের অবস্থা বেশ ভালো। এই অবস্থায় মানুষের দুর্ভোগ হবে না। যত্রতত্র পার্কিং ও যানবাহনের চালকরা সচেতন হলে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে বলে দাবি করেন তিনি।
এসময় ওবায়দুল কাদের আরও বলেন, সড়ক চলাচল উপযোগী হলেও ফিটনেসহীন গাড়ির কারণে মানুষকে যানজটে পড়তে হয়। কিন্তু পুলিশকে বারবার বলা সত্ত্বেও ফিটনেসহীন যানবাহন চলাচল বন্ধ করতে পারছে না তারা।
পরিদর্শনকালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহ পুর সড়ক চার লেনে উন্নীত করার ঘোষণা দেন ওবায়দুল কাদের।