এটি পদযাত্রা নয়, বিজয় যাত্রা: মির্জা ফখরুল

Slider ফুলজান বিবির বাংলা


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকের এ পদযাত্রা শুধু পদযাত্রা নয়, এটি বিজয় যাত্রা। এই দেশের মানুষ শেখ হাসিনা সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই এখনি পদত্যাগ করতে হবে।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলীতে বিএনপির সরকার পতনের এক দফা দাবি আদায়ের পদযাত্রা কর্মসূচির পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা-১৭ আসনে ভোটারবিহীন তামাশার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘দেশের সব রাজনৈতিক দল বলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন নয়। গত ১২ জুলাই এ লক্ষ্যে এক দফা কর্মসূচিও ঘোষণা করেছে। আর আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে, শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে। আমরা পরিষ্কার করে বলছি, এই অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচন নয়।’

তিনি বলেন, ‘গতকাল সোমবার ঢাকায় একটি উপনির্বাচনের নামে তামাশা হয়েছে। সেখানে আওয়ামী লীগের হ্যাভি ওয়েট একজন প্রার্থী, আওয়ামী লীগের থিংক ট্যাংকের প্রধান, তাকে দেশের মানুষ চেনে তিনি একজন ড. প্রফেসর আরাফাত। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন হিরো আলম। সেখানে ভোটকেন্দ্রে কোন ভোটার নাই। ভোটারদের ভোট কেন্দ্রে নিতেই পারেনি, ভোট কেন্দ্র খালি ছিল। সরকারের অথর্ব নির্বাচন কমিশনও বলেছে ১১ শতাংশ ভোট পড়েছে। আমরা তো দেখলাম টেলিভিশনে কোথাও ভোটার নেই। ৫ ঘন্টা পর একজন ভোটার আসেন। ওকে নিয়ে লাফালাফি কাড়াকাড়ি।’

ফখরুল আরও বলেন, ‘ভোটের পড়ে আরাফাত আবার ভি চিহ্ন দেখায়। লজ্জা লজ্জা।’

এ সময় স্বতন্ত্রপ্রার্থী হিরো আলমের ওপর হামলা প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘হিরো আলম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তার সঙ্গে ভোট করতে গিয়ে তাকে ভোটকেন্দ্র থেকে বের করে পিটিয়ে পিটিয়ে সাপের মতো মারা হয়েছে। আবার পুলিশ বলে, আমরা তো আমাদের কাজ করেছি। ঠিকই করেছেন একমাত্র প্রতিদ্বন্দ্বি তাকে যখন মারে তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশন বলে ১১ শতাংশ ভোটের মধ্যে সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই সমস্ত তামাশা করে আর কোনো লাভ নাই। এই ধরনের তামাশা করে জনগণের সাথে প্রতারণা করে কোনো লাভ হবে না। ২০১৪ সালে ১৫৪ আসনে বিনা ভোটে জোর করে ক্ষমতায় বসেছো। ২০১৮ সালের আগের রাতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আবারও জোর করে ক্ষমতায় বসেছো। এই ধরনের ভোট হতে দেওয়া হবে না। গত ১৫ বছরে সরকার বাংলাদেশের মানুষের পকেট খালি করে দিয়েছে।’

ফখরুল বলেন, ‘এই ভয়াবহ দানব, বাংলাদেশের মানুষের অধিকার হরণকারী, ভোটের অধিকার হরণকারী, ভাতের অধিকার হরণকারী, এই ভয়াবহ বেআইনি অবৈধ শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে আজকে সারাদেশে পদযাত্রার কর্মসূচি দেওয়া হয়েছে। এটা শুধুমাত্র পদযাত্রা নয়; এটি জয়যাত্রা যাত্রা। আমাদের অধিকার আদায়ের যে বিজয়, সেই লক্ষ্যে এই যাত্রা।’

তিনি বলেন, ‘এই দেশের মানুষ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই এখনি পদত্যাগ করতে হবে।’

আজকে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মধ্য দিয়ে এক দফা দাবি আদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *