ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম অভিযোগ করেছেন, তার অ্যাজেন্টদের ভোটকেন্দ্রে ঢুকতে বাধা দেয়া হচ্ছে এবং তাদের মধ্যে বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মী ও নেতাদের দ্বারা হয়রানির শিকার হয়েছেন।
আজ সোমবার সকালে বনানী মডেল স্কুল ভোটকেন্দ্রে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বতন্ত্র এই প্রার্থী বলেন, ‘ক্ষমতাসীন দলের কর্মীরা আমার অ্যাজেন্টদের বের করে দিতে ভীতিজনক কৌশল অবলম্বন করেছে। তারা নারীসহ আমাদের কয়েকজন অ্যাজেন্টকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং তাদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেয়।’
কোন কোন কেন্দ্রে তার অ্যাজেন্টদের প্রবেশে সমস্যা হয়েছে জানতে চাইলে, তিনি ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, মাটিকাটা উচ্চ বিদ্যালয় ও জামিয়া মাদরাসা কেন্দ্রের কথা উল্লেখ করেন।
এ সময় তিনি নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘যাই হোক, আমি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকব।’
সূত্র : ইউএনবি