টঙ্গী(গাজীপুর) প্রতিনিধি: গত ২৪ ঘন্টায় টঙ্গীতে ১০জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার(১৫জুলাই) রাত ৮টায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পরিচালক ডা: জাহাঙ্গীর আলম এই তথ্য জানান।
জাহাঙ্গীর আলম বলেন, শনিবার সকাল ১০টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নতুন করে ১০জন রোগী ভর্তি হয়েছেন। পুরাতন ১৬জন নিয়ে এই হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগীর সংখ্যা ২৬জন।
পরিসংখ্যান মতে, টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে প্রতিদিনই ২/৪জন করে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে। শনিবার নতুন ভর্তি রোগীর সংখ্যা তুলনামূলকভাবে বেশী। অপরিচ্ছন্ন ও ঘনবসতিপূর্ন শহর হওয়ায় টঙ্গীতে মশার উপদ্রব বেশী। ময়লা আবর্জজনা ভরে থাকা পুকুর নালা ডোবা এমনকি তুরাগ নদীর দুষিত পানি থেকে এডিস মশার জন্ম বলে ধারণা করছে টঙ্গীতে বসবাসরত মানুষ।
বউ বাজার এলাকার বাসিন্দা কামরুল ইসলাম জানান, দিনে রাতে মশার উপদ্রব। দিনের বেলায়ও মশারী টানিয়ে রাখতে হয়। তার অভিযোগ, ময়লা আবর্জনায় ভওে থাকা ড্রেন, পুকুর নালা ডোবা ছাড়াও তুরাগ নদীর দুষিত পানি থেকে এডিস মশার জন্ম হতে পারে। তুরাগ তীরের ভাসমান লোকজন বলছেন, মশার কামড় দিনেও সইতে হয়। রাতে ও দিনে মশারী টানিয়ে রাখতে হয়। নদীর দুষিত পানি থেকে মশা আসে।