আরেকটি বড় শোডাউন করতে চায় বিএনপি

Slider বাংলার মুখোমুখি

রাজধানীতে আগামী মঙ্গলবার ও বুধবার পদযাত্রা কর্মসূচি সফল করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ নিয়ে ঢাকা মহানগরের নেতাকর্মীরা ছাড়াও দলের অনেক জ্যেষ্ঠ নেতা কাজ করছেন। ছয় ঘণ্টা করে পরপর দুই দিন রাজধানীর এক প্রান্ত থেকে শুরু হয়ে আরেক প্রান্তে গিয়ে শেষ হবে এ পদযাত্রা।

দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, এ কর্মসূচির মাধ্যমে বিএনপি ১২ জুলাইয়ের সমাবেশের মতো ঢাকায় আরেকটি বড় শোডাউন দিতে চায়।

যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের ঢাকা সফরে মধ্যে গত বুধবার নয়াপল্টনে বড় সমাবেশ করে বিএনপি। দলের নেতারা বলছেন, এ সমাবেশের মাধ্যমে বিএনপির সামর্থ্য ও জনসমর্থন সম্পর্কে বিদেশিরা স্পষ্ট ধারণা পেয়েছেন।

এ অবস্থায় আজ শনিবার সকাল ৯টায় গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইইউর সঙ্গে বৈঠকে বসবে বিএনপি। সেখানে ‘সফল’ সমাবেশ ও রাষ্ট্র মেরামতে ৩১ দফার বিষয়বস্তু তুলে ধরবেন বিএনপি নেতারা। মূলত এ দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে নির্বাচন সম্পর্কিত আলোচনায় বিএনপির অবস্থান ও জনসমর্থন সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবেন।

গত বুধবারের সমাবেশে এক দফা ঘোষণা করে বিএনপি। এ দিন এক দফা আন্দোলনের অংশ হিসেবে দুই দিনের পদযাত্রা কর্মসূচিও ঘোষণা করা হয়। আগামী মঙ্গলবার পদযাত্রা হবে রাজধানী ঢাকাসহ দেশের জেলা মহানগর পর্যায়ে। পরের দিন হবে শুধু রাজধানীতে।

বিএনপির ঘোষিত এক দফায় রয়েছে- জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি; নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা; বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমায়েসি সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার।

এই এক দফা দাবিতে সমমনা ৩৭টি রাজনৈতিক দল একই কর্মসূচি ঘোষণা করে। গত বছরের ৩০ ডিসেম্বর থেকে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যুগপৎ আন্দোলন করছে।

গতকাল শুক্রবার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে পদযাত্রা রুট ঘোষণা করা হয়। গাবতলী থেকে রায়সাহেব বাজার মোড় (বাহাদুর শাহ পার্ক) পর্যন্ত আগামী মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পদযাত্রা হবে। ঢাকা মহানগর উত্তর রাজধানী ঢাকার গাবতলী থেকে শুরু করবে এবং মগবাজারে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এই পদযাত্রা শ্যামলী, আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ানবাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন (বিএনপির পার্টি অফিস), ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্বর), ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ, রায়সাহেব বাজার মোড় (বাহাদুর শাহ পার্ক) অতিক্রম করবে। এদিন একই সময়ে পদযাত্রা হবে জেলা ও মহানগরীর পর্যায়েও।

পরের দিন বুধবারও সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকায় পদযাত্রা করবে বিএনপি। আব্দুল্লাপুর থেকে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত এ পদযাত্রা হবে। আব্দুল্লাহপুর থেকে ঢাকা মহানগর উত্তর যাত্রা করবে এবং রামপুরা ব্রিজে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি যুক্ত হবে। আব্দুল্লাহপুর থেকে বিমানবন্দর, কুড়িল বিশ^রোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া ও সায়েদাবাদ হয়ে যাবে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *