ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কেউ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি। সমাবেশ থেকে সরকার পতনের এক দফা দাবি ঘোষণা করবে দলটি।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘এই সরকার বাংলাদেশকে লুটপাটের রাজত্ব বানিয়েছে। এই সরকারে আর এক মুহূর্ত ক্ষমতায় রাখা যায় না, যাবে না, যাবে না, যাবে না।’
শেখ হাসিনার উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘বিষয় একটাই, আপনি নিজে দিনক্ষণ ঠিক করে পদত্যাগ করবেন, নাকি আমরা দিনক্ষণ ঠিক করে দেব? আপনাকে যেতেই হবে। যাওয়ার কোনো বিকল্প নাই। আর যাবেন কোথায়, ভারত কিন্তু অলরেডি আপনাকে মেসেজ দিয়েছে, আপনি এটা বুঝতে পারছেন তারা আর আপনার সঙ্গে নাই। আমেরিকা আপনার সঙ্গে নাই, ইউরোপীয় ইউনিয়ন আপনার সঙ্গে নাই। আপনার সঙ্গে আছেটা কে?’
বিএনপির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশকে আপনি খুনের রাজত্ব বানিয়েছেন। আমাদের ইলিয়াস আলীকে ফেরত দেন, ৬৬৭ জনকে গুম করেছেন, হাজার হাজার মানুষকে মেরেছেন। তাদেরকে ফেরত দেন, না হলে আপনাকে বিচারের মুখোমুখি হতে হবে, হতে হবে, হতে হবে।’
তিনি বলেন, ‘কথা একটাই, আপনি ইলেকশন করবেন কী? আপনি নিজেই তো দাঁড়াতে পারবেন না। আপনার অধীনে কোনো ইলেকশন হবে না এই দেশে। আপনি বিএনপিকে এখনো ভালো করে বুঝতে পারেন নাই, ছাত্রদলকে চিনতে পারেন নাই, যুবদলকে এখনো পরিমাপ করতে পারেন নাই, অন্য সংগঠনকে পরিমাপ করতে পারেন নাই। এরা খুব শান্তভাবে থাকে, কিন্তু একবার যদি জেগে ওঠে- এরশাদ থাকতে পারেন নাই, আপনিও থাকতে পারবেন না।’
আজ দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ শুরু হয়।
সমাবেশের জন্য কার্যালয়ের সামনের রাস্তায় ছয়টি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। চলমান সমাবেশ থেকে সরকার পতনের এক দফার চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিতে যাচ্ছে বিএনপি।
সমাবেশের ব্যানারে লেখা হয়েছে ‘গণতন্ত্রের ঘাতক, সর্বগ্রাসী দুর্নীতি ও সর্বনাশা অনাচারে লিপ্ত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের একদফা যৌথ ঘোষণা’।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।