বগুড়ার ধুনটে ১৫ মামলার আসামি মাদকসহ আবাও গ্রেফতার

Slider রাজশাহী


মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি ঃ বগুড়া জেলার ধুনট উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫ মামলার আসামি বিটল সরকার (৪৩) নামে তালিকাভুক্ত এক মাদককারবারীকে গাঁজাসহ ফের গ্রেফতার করেছে পুলিশ। বিটল সরকার উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আড়কাটিয়া উত্তরপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। গত রোববার, ৯ জুলাই দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত শনিবার,৮ জুলাই, রাত সাড়ে ৯টার দিকে বিশেষ অভিযান চালিয়ে আড়কাটিয়া গ্রামে একটি বাঁশবাগানের ভেতর মাদক কারবারীকালে বিটল সরকারকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়। থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিটুল সরকার এলাকার শীর্ষ মাদককারবারী হিসেবে পুলিশের তালিকাভুক্ত। গত ২০১৫ সাল থেকে ২০২৩ সালের ৮ জুলাই পর্যন্ত তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এরমধ্যে ২০১৮ সালের ১১ জুলাই বগুড়ার শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় দীর্ঘ প্রায় ৮ বছরে বিটুল সরকারকে কমপক্ষে ২০ বার গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। কিন্ত কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। এলাকায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, বিটল সরকার থানার তালিকাভুক্ত মাদককারবারী। গত শনিবার রাতে ২০৫ গ্রাম গাঁজাসহ আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *