মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা পরীমণি আদালতে হাজিরা দিতে না আসায় অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। আজ রোববার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ অসন্তুষ্টি প্রকাশ করেন।
মামলাটির সাক্ষ্য গ্রহণের ধার্য করা দিনে পরীমণির পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী আদালতকে জানান, হাইকোর্টে চার্জগঠন বাতিলের বিষয়ে রুলের আংশিক শুনানি হয়েছে। এজন্য সাক্ষ্যগ্রহণ পেছানো প্রয়োজন। এরপর বিচারক আসামি পরীমণি কেন আদালতে আসেন না জানতে চাইলে আইনজীবী জানান, ওনার (পরীমণি) প্রেগনেন্সি সময় বিজ্ঞ আদালত ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারায় আইনজীবীর মাধ্যমে হাজিরা মঞ্জুর করেন। সন্তান প্রসব করার পর তিনি এখনো পুরোপুরি সুস্থ হন নি। তাই তিনি আদালতে আসছেন না। সুস্থ হলে আমরা তাকে নিয়ে আসব।
এ সময় রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর আজাদ রহমান বিরোধীতা করে বলেন, ‘প্রেগনেন্সির সময় গত বছর ২ জুন আদালত আইনজীবীর মাধ্যমে হাজিরা মঞ্জুর করেন। এরপর ১ বছরের বেশি সময় পার হয়েছে। এখন এটা আর থাকতে পারে না।’
এরপর আদালত পরীমণির আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘উনি কেন আসতে পারবেন না? মিডিয়ার লোক হয়েছে তাতে কি হয়েছে। অনেক ভিআইপি, এমপি, মন্ত্রী আদালতে হাজিরা দিতে আসেন। ওনাকে (পরীমণি) নিয়ে আসবেন।’
উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বিকেলে রাজধানীর বনানীর ১২ নম্বর সড়কে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় ওই বাসা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ডে নেয়া হয়। ৩১ আগস্ট জামিন পান পরীমণি। পরদিন তিনি কারামুক্ত হন।
গত বছর ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেন। গত বছর ৫ জানুয়ারি পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।