ভালোবেসে ২০০৮ সালে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। তবে তাদের গোপন বিয়ে প্রকাশ্যে আসে ২০১৭ সালে, সন্তান জন্ম হওয়ার এক বছর পর। একমাত্র ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে হুট করেই একটি বেসরকারি টিভিতে উপস্থিত হন অপু। এরপর অপুর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনেন শাকিব। চলে অভিযোগ-পালটা অভিযোগের খেলা। অবশেষে বিচ্ছেদের পথ বেছে নেয় এই দুই তারকা।
সম্প্রতি গুঞ্জন রটেছে- এক হচ্ছেন শাকিব ও অপু! আসলেই কি তাই? সম্প্রতি অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মুখোমুখি হয়েছেন অপু। আর সেখানে তাকে প্রশ্ন করা হয়, সম্পর্ক জোড়া লাগার বিষয়ে। উত্তরে অপু বলেন, ‘এটা একান্ত ব্যক্তিগত। যেটা সবচেয়ে সত্যি কথা, সেটি হচ্ছে- আমি চেয়েছি, আমি যেহেতু একজন অপু বিশ্বাস আর উনি একজন নায়ক, আমাদের জীবনে যাত্রাপথে যেটা হয়েছে, বেলাশেষে আমরা মানুষ।’
কথার মাঝেই উপস্থাপক অপুকে থামিয়ে প্রশ্ন করেন, ‘আপনারা এক হলে তো জানাবেন?’ জবাবে অপু বলেন, ‘হ্যাঁ’।
অপুর সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় শাকিবের আরেক স্ত্রী (গুঞ্জন রয়েছে, সাবেক) শবনম বুবলীকে নিয়েও। কিন্তু অপু বারবার তার বিষয়টি এড়িয়ে যান। বুবলীর সন্তান হওয়ার সময় একা সময় পার করার প্রসঙ্গে অপু বলেন, ‘একজন নারী অন্য নারীর থেকে অনেক কিছু শেখার আছে। আমার সন্তানের সময় অনেকেই আমাকে শুভেচ্ছা জানিয়েছে। তবে সে কি করেছে? এসব এখনও আর্কাইভ হয়ে আছে, সামাজিক যোগাযোগমাধ্যমে।’
১৯ মিনিট ৩০ সেকেন্ডের সাক্ষাৎকারে শাকিব খানের ইস্যুতে অপু ও বুবলীকে উদ্দেশ্যে করে জয় বলেন, ‘বাংলাদেশের অনেক নারীরাই বলছে, তোমরা দু’জনেই কী বেহায়া? এক শাকিব খানের পেছনে তোমরা লেগেই আছো। ছাড়ছ না, ছেড়ে দিলে আবার টাকা চাচ্ছো। টাকা দিলে আবার সংসার হবে কি-না সেই লুকোচুরি করছ। আবারও যদি তোমার স্ক্রিনে এসে কেঁদে কেঁদে কথা বলতে হয়, তাহলে তোমার মর্যাদা কোথায় থাকবে?’
উত্তরে শাকিবের সাবেক এই স্ত্রী বলেন, ‘রাস্তায় যদি হাঁটতে গিয়ে কেউ পড়ে যায়, তবে দ্বিতীয় জন কিন্তু পা-টা চেপে হাঁটবে। সুতরাং সব কথা খুলে বলার দরকার নেই। আর আমাদের থেকে অনেক বুদ্ধিমান দর্শকরা।’
এই আড্ডায় ওঠে আসে অপুর ধর্মের বিষয়টিও। সেখানে অপু আগের মতোই জানান, তিনি হিন্দু ধর্মেই আছেন। আর শাকিবের ঘরে যদি ফেরা হয়, তবে তিনি নিজ ধর্মেই থাকবেন।
এর আগেও, ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খানের সঙ্গে বর্তমানে সম্পর্ক নিয়ে কথা বলেন অপু। সেখানেও অপু তাদের সম্পর্কের বিষয়টি এগিয়ে যাওয়া চেষ্টা করেন। তার কথায়, ‘সেটি এখনই বলছি না। সময় এলেই গণমাধ্যমকে জানাব। তবে আগের মতো ক্ষোভ রাখতে চাই না।’