আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি বাংলাদেশ। যেখানে টস হেরে ব্যাটিং পেয়েছে টাইগাররা। আজ বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা মাঠে গড়াবে। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হবে।
বাংলাদেশ একাদশে ফিরেছেন আফিফ হোসেন। চট্টগ্রামের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর বাদ পড়েছিলেন তিনি। এ ম্যাচে তাকে জায়গা দিতে বাদ পড়েছেন পেসার এবাদত হোসেন।
আফগান একাদশে টেস্ট সিরিজে বিশ্রামে থাকা রশিদ খানরা তো ফিরেছেনই। এছাড়া চট্টগ্রামে অভিষেক হচ্ছে পেসার সেলিম সাফির। বাদ পড়েছেন গুলবাদিন নাইব।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহীম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।