ঝালকাঠির সুগন্ধা নদীতে বিস্ফোরণে তেলের জাহাজে আগুনের ঘটনায় দগ্ধ এক পুলিশ সদস্যসহ দুই জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়েছে। গতকাল সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাদের এখানে নিয়ে আসা হয়।
তারা হলেন- পুলিশ সদস্য শওকত জামিল (২৩), অপরজন শরিফ (৩৫)। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বলেন, ‘পুলিশ সদস্যের শরীরের ৬ শতাংশ দগ্ধ হয়েছে, সঙ্গে ইনহেলেশন বার্ন রয়েছে। অপরদিকে শরিফের ৭ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়াও তার মাথায় ইনজুরি রয়েছে।’
উল্লেখ্য, গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে নোঙর করে রাখা সাগর নন্দিনী ২ থেকে সাগর নন্দিনী ৪ জাহাজে তেল অপসারণ করা হচ্ছিল। এ সময় ‘সাগর নন্দিনী-২’ জাহাজে ফের বিস্ফোরণ হয়। এতে জাহাজটিতে আগুন লেগে যায়।