ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে হয়েছে। এতে জাহাজের ৪ জন কর্মী দগ্ধ হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৪ জন। আজ শনিবার দুপর দুপুর ২টা ১০ মিনিটের দিকে ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট সংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, জাহাজের স্টাফ শাকিল (৩৫), ফরিদুল ইসলাম (৫০), ইকবাল হোসেন (২৭) ও মাইনুল ইসলাম হৃদয় (২৯)। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতেদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ জানায়, সুগন্ধা নদীর পাড়ে অবস্থিত ডিপোতে তেল খালাসের জন্য পেট্রোল ও ডিজেল নিয়ে আসে ‘সাগর নন্দিনী ২’। জাহাজটি নোঙর করা অবস্থায় দুপুরে হঠাৎ বিস্ফোরিত হয়। এতে পুরো জাহাজে আগুন লেগে যায়। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশাল ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে, বিস্ফোরণে দগ্ধদের মধ্যে দুইজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য দুইজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝালকাঠির থানার ওসি নাসির উদ্দিন সরকার জানান, ‘জাহাজে অগ্নিদগ্ধদের উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিস।’